About Us

M Verifyd প্রতিটি মোবাইল ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ন

প্রত্যেক মোবাইল ইউজারদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে এসেছে Mverifyd.

Mverifyd অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার মোবাইলের তথ্য নিরাপদে রাখা।

আপনি যখন মোবাইল হারিয়ে ফেলবেন বা চুরি হয়ে যাবে তখন আপনি মোবাইল কিভাবে উদ্ধার করবেন বা থানায় কিভাবে জিডি করবেন?

অবশ্যই আপনার IMEI নাম্বার জানা থাকতে হবে।
কিন্তু আমরা মোবাইলের IMEI নাম্বার সংরক্ষন করে রাখি না, যদি কোন কিছুতে সংরক্ষন করে রাখিও সময় মতো সেটা আর খুঁজে পাইনা।

এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের IMEI নাম্বার, জিমেইল, মোবাইলের ব্রান্ড, মোবাইলের মডেল এবং আপনার ছবিসহ সংরক্ষন রাখতে পারবেন।

মোবাইলটি যে আপনার আপনি সহজেই ভেরিফাই করতে পারবেন যে কোন যায়গায়।
কোন অবস্থাতেই কেউ আপনার মোবাইল দাবি করার সুযোগ পাবে না।

এখনই আপনার মোবাইলটি  নিবন্ধন করে  মোবাইল মালিকানা নিশ্চিত করুন।

মোবাইল রাখুন নিরাপদে, পথ চলা হউক নিশ্চিন্তে।

আপনাদের অবগতির জন্য কিছু কথা:-

IMEI নাম্বার কি?
IMEI হলো প্রতিটা মোবাইলের একটি সিরিয়াল নাম্বার যার কাজ হচ্ছে শুধু মোবাইল ডিভাইজ ট্র্যাক করা।

সবাই কি IMEI নাম্বার দিয়ে মোবাইল ট্র্যাক করতে পারবে?
না, সাধারন জনগন IMEI দিয়ে মোবাইল ট্র্যাক করতে পারবে না। শুধু মাত্র প্রশাসন ছাড়া কেউ IMEI দিয়ে মোবাইল  ট্র্যাক করতে পারবে না।

IMEI নাম্বার দিয়ে কি মোবাইল হ্যাক করা সম্ভব ?
না. IMEI এর সাথে মোবাইল হ্যাক বা মোবাইলের কোন তথ্য নেওয়া সম্ভব না। শুধু মোবাইলে লোকেশন ট্র্যাক করা যাবে কিন্তু তা প্রশাসনের মাধ্যমে।

সুতরাং,
চিন্তামুক্ত হয়ে আপনার মোবাইলের মালিকানা নিশ্চিত করুন।